গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. অসীম শেখ (২২)-কে ফরিদপুরের নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। র্যাব জানায়, গত ১ জুন ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক নারীকে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভিকটিম নিজে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
মামলাটি নথিভুক্ত হয় থানা মামলা নং-০৬, তারিখ-০৫/০৬/২০২৫, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) তৎসহ ৩৪৩/৫০৬ দণ্ডবিধি, ১৮৬০ অনুসারে।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এর ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার আসামি মো. অসীম শেখ (২২), পিতা- আব্দুল সালাম শেখ, সাং- মৃগী, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র